• CONTROAL PANAL
  • EDITOR
  • NEWS
  • ARTICLE
  • ECONOMICS
  • TECNOLOGY
  • POLITICAL
  • OPINION
  • EDUCATION
  • DISCUSSION
  • Monday, January 6, 2020




    আশুগঞ্জে অপরিকল্পিতভাবে উচ্ছেদ মহড়া




    ওয়াল্ড টাইমস রিপোর্টঃ মোঃ ফারুক মিয়াঃ আশুগঞ্জে রেলগেইট টু বিওসিঘাট ভায়া খাদ্যগুদাম রাস্তার নামে রেলওয়ের জায়গা উচ্ছেদ নামক অভিযানে কিছু কিছু দোকানপাঠ সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান চলিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তার কথা বলে অভিযান চলানো হলেও বাস্তবে বেচে বেচে কিছু দোকানপাঠ, ব্যবস্যা প্রতিষ্ঠান এবং স্থাপনা ভাঙ্গা হয়েছে। ভোক্তভোগীদের প্রশ্ন অতীতেও অনেকবার এই রকম অভিযান চালানো হয়েছে কিন্তু খাদ্যগুদামের যে রাস্তা তা আজও নির্মিত হয়নি। এখন যেইভাবে বেচে বেচে ভাঙ্গা হচ্ছে তাও আমাদের মনে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে এটি হল অপরিকল্পিতভাবে বিভিন্ন সুবিধা আদায়ের জন্যে একটি আতংক তৈরির ভাঙ্গচুর। এই উচ্ছেদ অভিযানের নামে বান্যিজ্য হবে, সাধারণ মানুষ এবং অসহায় ব্যবসায়ীকরা হয়রানীর মধ্যে পড়বে এবং এক পর্যায়ে তাদের কাছ থেকে এবং তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে শোষণ করা হবে। 

    তবে সত্যিকার রাস্তার জন্য যদি  উচ্ছেদ পরিচালনা করা হয় তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরাও চাই খাদ্যগুদামের জন্য এবং যাতায়ত ব্যবস্থার জন্য একটি ভাল রাস্তা নির্মান করা হইক। কিন্তু যদি এই প্রহশন চলে পূর্বের মত তাহলে আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার এবং ক্ষতিপুরন চাই।

    No comments:

    Post a Comment