• CONTROAL PANAL
  • EDITOR
  • NEWS
  • ARTICLE
  • ECONOMICS
  • TECNOLOGY
  • POLITICAL
  • OPINION
  • EDUCATION
  • DISCUSSION
  • Monday, January 6, 2020



    আসছে মহা বিপদ-ঘুম হারাম হবে রাষ্ট্র প্রধানদের



    ওয়াল্ড টাইমস রিপোর্টঃ খ্রিষ্ট ২০২০ সাল শুরু হয়েছে। একক নিয়ন্ত্রণে নিয়ে যাবে গোটা পৃথিবীকে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞভাবে চক তৈরি করে কাজ শুরু করে দিয়েছে সংশ্লিষ্টরা। চলমান এই মহা পরিকল্পনার আওতায় রয়েছে বিশ্বের প্রতিটি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানগন। আমেরিকা, চীন এবং রাশিয়া তারা তাদের আয়ত্বাধীন ছোট ছোট রাষ্ট্র ও সরকারদের দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজে নেমে পরেছে। এখন থেকে পৃথিবীতে নিত্য নতুন সকল ঘটনা ঘটার সূত্রেই প্রতিটি দিন অতিবাহিত হতে যাচ্ছে। ৩ জানুয়ারি ইরানী জেনারেল কাসেম সোলইমানীসহ গত কালের সর্বশেষ পরিস্থিতি এই পরিকল্পনারই অংশ বিশেষ। গতকাল কেনিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে সোমালিয়ার আল-শাবাব গোষ্ঠীর হামলায় তিন আমেরিকান নিহত হয়েছেন


    রোববারের ওই হামলায় নিহতরা হলেন, দেশটির সামরিক বাহিনীর এক সদস্য দুই ঠিকাদার। যুক্তরাষ্ট্র কেনিয়ার বাহিনী ওই ঘাঁটিটি ব্যবহার করে আসছে।-খবর রয়টার্স ও অন্যান্য সংবাদ সংস্থা। এই হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনীর আফ্রিকান কমান্ড। তারা জানিয়েছে, সোমালিয়া সীমান্তে কেনিয়ার লামু কাউন্টির মান্দা বে ঘাঁটিতে ওই হামলায় আরও দুই আমেরিকান আহত হয়েছেনএক বিবৃতিতে আফ্রিকান কমান্ড জানায়, আহত আমেরিকানদের অবস্থা স্থিতিশীল। তাদের ওই ঘাঁটি থেকে সরিয়ে নেয়া হয়েছেশুক্রবার মার্কিন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতির পর আল-শাবাবের এই হামলা পেন্টাগনকে তাদের তৎপরতা দেখে আরো বেশি আক্রমনাত্মক হতে দেখা গেছে।





    আশুগঞ্জে অপরিকল্পিতভাবে উচ্ছেদ মহড়া




    ওয়াল্ড টাইমস রিপোর্টঃ মোঃ ফারুক মিয়াঃ আশুগঞ্জে রেলগেইট টু বিওসিঘাট ভায়া খাদ্যগুদাম রাস্তার নামে রেলওয়ের জায়গা উচ্ছেদ নামক অভিযানে কিছু কিছু দোকানপাঠ সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান চলিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তার কথা বলে অভিযান চলানো হলেও বাস্তবে বেচে বেচে কিছু দোকানপাঠ, ব্যবস্যা প্রতিষ্ঠান এবং স্থাপনা ভাঙ্গা হয়েছে। ভোক্তভোগীদের প্রশ্ন অতীতেও অনেকবার এই রকম অভিযান চালানো হয়েছে কিন্তু খাদ্যগুদামের যে রাস্তা তা আজও নির্মিত হয়নি। এখন যেইভাবে বেচে বেচে ভাঙ্গা হচ্ছে তাও আমাদের মনে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে এটি হল অপরিকল্পিতভাবে বিভিন্ন সুবিধা আদায়ের জন্যে একটি আতংক তৈরির ভাঙ্গচুর। এই উচ্ছেদ অভিযানের নামে বান্যিজ্য হবে, সাধারণ মানুষ এবং অসহায় ব্যবসায়ীকরা হয়রানীর মধ্যে পড়বে এবং এক পর্যায়ে তাদের কাছ থেকে এবং তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে শোষণ করা হবে। 

    তবে সত্যিকার রাস্তার জন্য যদি  উচ্ছেদ পরিচালনা করা হয় তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরাও চাই খাদ্যগুদামের জন্য এবং যাতায়ত ব্যবস্থার জন্য একটি ভাল রাস্তা নির্মান করা হইক। কিন্তু যদি এই প্রহশন চলে পূর্বের মত তাহলে আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার এবং ক্ষতিপুরন চাই।